বাসা বদলের আগে পরিকল্পনা
ঢাকাটাইমস ডেস্ক
২১ জুন, ২০১৬ ১৭:০১:০৬

ঢাকা: বাসা বদল করার মতো ঝামেলাপূর্ণ কাজ মনে হয় আর একটিও নেই। বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকেন তারা সবাই একবাক্য এ কথা স্বীকার করবেন। তবে আগে থেকে পরিকল্পনা করে বাসা বদল করলে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানো সম্ভব। বাসা বদলের আগে নিচের টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন।
আগে থেকে সব গুছিয়ে নিন: বাসা বদলের শেষ মুহূর্তে এসে অনেকেই তাড়াহুড়ো শুরু করে দেন। এতে করে সমস্যা আরও বাড়বে। তাই বাসা বদলের নির্দিষ্ট সময়ের আগে সবকিছু গুছিয়ে নিন। একটি তালিকা তৈরি করুন। এক মাস আগে থেকেই আইটেম অনুযায়ী ধীরে ধীরে সবকিছু গোছাতে শুরু করুন। দেখবেন, মাস শেষ হওয়ার আগেই আপনার সবকিছু গোছানো হয়ে গেছে।
কৌশল ঠিক করুন: আপনার পরিবারের সদস্য যদি বেশি হয় বা অনেক দূরবর্তী স্থানে বাসা বদলাতে হয় তাহলে বাসা বদলকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করুন।
নতুন বাসার চাবি হাতে নিন: পুরাতন বাসা খালি করার আগে নতুন বাসার চাবি হাতে নেয়ার চেষ্টা করুন। এতে করে পুরাতন বাসা ছাড়ার সময়টা আগে পিছে করতে পারবেন।
পর্যাপ্ত বক্স সংগ্রহ করুন: বাসা বদলের আগেই ঠিক করুন কতগুলো বক্স দরকার। বিভিন্ন আয়তনের বক্স সংগ্রহ করুন। পাশাপাশি ভালো মানের টেপ, বাবল র্যাপ এবং আটকানো যায় এমন ব্যাগ কিনুন।
(ঢাকাটাইমস/২১জুন/এসআই/জেবি)