logo ০৮ জুলাই ২০২৫
ঈদের ভ্রমণ সঙ্গী ব্যাগ
আসাদুজ্জামান, নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৬ ১১:২৭:০০
image



ঢাকা: ঈদের ছুটিতে অনেকেই বেড়াতে যাবেন। কেউ যাবেন গ্রামে। কেউবা শহরে। লম্বা ছুটি পেয়ে বনেবাদারেও ঘুরতে যাবেন কেউ কেউ। বাদ যাবে না সমুদ্র দেখাও। এমনকি সঙ্গী সাথী নিয়ে দেশের বাইরেও বেড়ানো হবে। আপনার এত এত ভ্রমণের সঙ্গী কে? আপনার তল্পিতল্পা বইতে কিন্তু ব্যাগ চাই-ই চাই।






ঈদের ভ্রমণ সঙ্গী আর ফ্যাশন দুটোই দিতে পারে ব্যাগ। যদি সেটা হয় মানসম্মত ও রুচিশীল। বলছিলেন দেশের অন্যতম ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্সের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু।






তিনি বলেন,‘আপনার হাতে কিংবা পিঠে বয়ে নিয়ে চলা ব্যাগটিতে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। তেমনি আপনি ফ্যাশন সচেতন কিনা তাও জানিয়ে দেয়। ব্যাগ প্যাকার্সের ব্যাগ আপনার ব্যক্তিত্ব যেমন বাড়িয়ে দেবে তেমনি করে আপনি যে ফ্যাশনেবল সেটাও বোঝা যাবে। এজন্য যে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে এমন নয়। হাতের নাগালেই এসব ব্যাগের দাম।’






মোহাম্মদ পুরের জাকির হোসেন রোডে রয়েছে ব্যাগ প্যাকার্সের নিজস্ব তিনটি শো রুম। এছাড়া অনলাইনে WWW.bagpackersbd.com থেকেও ব্যাগ কেনা যাবে। ব্যাগ ছাড়াও ব্যাগ প্যাকার্সের আছে লাগেজ ও ট্রলি। সম্পূর্ণ বিদেশি ম্যাটেরিয়ালে তৈরি এসব লাগেজ ও ট্রলি ব্যাগ প্যার্কাসের নিজস্ব লোগো অঙ্কিত। 






'পানিতে, জমিনে বা আসমানে / বয়ে চলে সব কিছু সব ক্ষনে....'  এই স্লোগানে যাত্রা শুরু করেছিল ব্যাগ উৎপাদন ও ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান ব্যাগ প্যাকার্স।  এখন রাজধানী ঢাকা ছাপিয়ে ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। 






সব ধরণের ব্যাগের সমাহার রয়েছে ব্যাগ প্যাকার্সে। ভ্রমণে যাওয়ার জন্য ব্যাগ প্যাক এবং ট্রলির নজর কাড়া ডিজাইনের ব্যাগ গুলো আপনার প্রয়োজন পূরণ করবে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ব্যাগ প্যাকগুলো সম্পূর্ণ পানি নিরোধক। রোদ বা বৃষ্টি, গরম বা ঠান্ডা ব্যাগ থাকবে নিজের চেহারায়। ব্যাগের মূল্য গুলো রাখা হয়েছে সাধ্যের মধ্যে।






ব্যাগ প্যাকার্সের ব্যাগগুলো রাজধানীর সব ব্যাগ বিক্রির বিপণন কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা আমির কমপ্লেক্স, গুলশান ডি সি সি মার্কেট, বাইতুল মোকাররম, মিরপুরের শাহ আলী মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মুক্তি প্লাজা, চক বাজার, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ও নিউ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট এসব ব্যাগ ও ট্রলি পাওয়া যাবে।






ব্যাগ প্যাকার্সে রমজান মাসজুড়ে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই সর্বোচ্চ ২০% ক্যাশব্যাক দিচ্ছে। অফারটি চলবে ৭ জুন থেকে ঈদের দিন পর্যন্ত।






(ঢাকাটাইমস/২০জুন/এজেড)