logo ০৮ জুলাই ২০২৫
৪৯ বছর পর আজ উঠবে ‘স্ট্রবেরি মুন’
ঢাকাটাইমস ডেস্ক
২১ জুন, ২০১৬ ১১:২৩:০৩
image



ঢাকা: ৪৯ বছর পর ফের এক সপ্তাহের জন্য আকাশে দেখা মিলবে ‘স্ট্রবেরি মুনের’। অর্থাৎ আজ থেকে এক সপ্তাহ জুড়ে রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সামার সলস্টাইস’। ল্যাটিন ভাষায় সলস্টাইস শব্দের অর্থ হচ্ছে সূর্য এখনো আছে।  






জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। একটু একটু করে দিন ছোট এবং রাত বড় হতে শুরু করে। আলগন্‌গুইন উপজাতিরা মনে করে জুনের এই পূর্ণিমার দিনটি থেকে স্ট্রবেরি ফল পাকতে শুরু করে। তাই এই চাঁদকে বলে স্ট্রবেরি মুন। এই চাঁদের আরও তিনটি নাম আছে। রোজ মুন, হট মুন বা হানিমুন। এই দিন সূর্য থাকে সব চেয়ে ওপরে। তার ফলে ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় তার রঙ হয় অ্যাম্বারের মতো। তাই একে বলা হয় হানিমুন। তবে প্রতিবছর কিন্তু স্ট্রবেরি মুন দেখা যায় না। ৪৯ বছর পর ২০১৬ সালের রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন।






এছাড়া আজ হচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন। প্রায় ১৭ ঘণ্টা থাকবে সূর্যের আলো।






(ঢাকাটাইমস/২১জুন/জেএস)