logo ০৮ জুলাই ২০২৫
উচ্চশিক্ষিতদের ব্রেন টিউমারের ঝুঁকি বেশি
ঢাকাটাইমস ডেস্ক
২৪ জুন, ২০১৬ ১১:৪১:৫৯
image



ঢাকা: বিশ্ববিদ্যালয় ডিগ্রি নেয়ার সঙ্গে ব্রেন টিউমার হওয়ার যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। নতুন এই গবেষণা বলা হয়েছে, যারা কলেজে কমপক্ষে তিন বছর পর্যন্ত পড়াশুনা করেছেন তাদের মধ্যে গ্লাইয়োমার প্রবণতা দেখা গেছে বেশি।    






ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং কারোলিনস্কা ইনস্টিটিউট সুইডেনের ৪ দশমিক ৩ মিলিয়ন সুইডিশ নাগরিকের ওপর এই গবেষণাটি পরিচালনা করে। গবেষণায় অংশগ্রহণকারীদের জন্ম ১৯১১ থেকে ১৯৬১ সালের মধ্যে। গবেষকরা ১৯৯৩ এবং ২০১০ সাল পর্যন্ত তাদের প্রাথমিক ব্রেন টিউমার ধরা পড়ে কিনা তা নজরদারি করেন। পাশাপাশি শিক্ষা, আয়, বৈবাহিক অবস্থা এবং পেশা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।  






গবেষকরা বলেন, নজরদারিকালীন ১১ লাখ মানুষ মারা যায় এবং প্রবাসী হয় ৪৮ হাজারের বেশি মানুষ। এই সময় পাঁচ হাজার ৭৩৫ জন পুরুষ এবং সাত হাজার ১০১ জন নারী ব্রেন টিউমারে আক্রান্ত হয়। 






গবেষকরা আরও বলেন, যেসব পুরুষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনা করেছেন তাদের মধ্যে ১৯ শতাংশের গ্লাইয়োমা ধরা পড়েছে। এটি এক ধরনের ক্যানসার জাতীয় টিউমার, যা মস্তিষ্কের গ্লিয়াল কোষে বিকশিত হয়। আর নারীদের মধ্যে গ্লাইয়োমার ঝুঁকির মাত্রা ছিল ২৩ শতাংশ। সূত্র: ডেকান ক্রনিক্যাল।  






(ঢাকাটাইমস/২৪জুন/এসআই/জেডএ)