logo ০৭ জুলাই ২০২৫
হানিমুন এলো যেভাবে
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জুন, ২০১৬ ১৮:০৭:১৫
image



ঢাকা: বিয়ের পরে স্বামী-স্ত্রী মিলে বেড়াতে যাওয়াকে ইংরেজিতে বলা হয় ‘হানিমুন’। আর বাংলায় ‘মধুচন্দ্রিমা’। কিন্তু ‘হানিমুন’ এসেছে কোথায় থেকে জানেন?






বিয়ের পরে বেড়াতে যাওয়ার সঙ্গে কীভাবে ‘হানি’ এবং ‘মুন’ জুড়ে গেল, ইতিহাস ঘেঁটে তার মোটামুটি তিনটি ব্যাখ্যা পাওয়া যায়।






১. একটি ব্যাখ্যায় বলা হয়, ‘হানিমুন’ শব্দের উৎস ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলনে বিয়ের পরে পাত্রীর বাবা পাত্রকে তার চাহিদামতো মধু দিয়ে তৈরি মদ দিতেন। এই মদ থেকেই ‘হানি’ এসেছে। ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র। সেখান থেকে ‘মুন’ এসে থাকতে পারে বলে মনে করা হয়। গোড়ায় নাকি ব্যাবিলনে বিয়ের পরের মাসটিকে ‘হানিমান্থ’ বলা হত। সেখান থেকে ক্রমশ ‘হানিমুন’।






২. আরেকটি ব্যাখ্যায় বলা হয়, বিয়ের পরে একমাস প্রতিদিন একপাত্র করে মধু দিয়ে তৈরি মদ খেতে হত নবদম্পতিকে। পাত্রীকে হরণ করে এভাবে বিয়ের পরে এক মাস ধরে মধু দিয়ে তৈরি মদ খাওয়ার প্রথা সেই হুন(কেন্দ্রীয় এবং পূর্ব ইউরোপ) অঞ্চলের রাজা অ্যাটিলার সময় থেকে চালু ছিল।






৩. তৃতীয় ব্যাখ্যায় বলা হয়, ‘মুন’ শব্দটির সঙ্গে ঋতুচক্রের যোগ রয়েছে। বলা বাহুল্য, গোটা ব্যাখ্যাটির সঙ্গে যৌনতা ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে ‘হানি’ বা মধু জুড়ে দেয়া হয়েছিল এটা বোঝাতে যে, বিয়ে পরবর্তী সময়টা একইরকম সুখের নাও হতে পারে।






(ঢাকাটাইমস/৩০জুন/এসআই)