ক্যামেরনের বাড়ি বদল
ছবিটি নয় বছর আগের
ঢাকাটাইমস ডেস্ক
১৪ জুলাই, ২০১৬ ০৮:৫৬:১৯

ঢাকা: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাড়ি বদলের একটি ছবিকে ঘিরে ইন্টারনেটে গত দুইদিন ধরে চলছে বিভ্রান্তি। এতে দেখা যাচ্ছে, একটা কাগজের কার্টন হাতে তিনি কিছু একটা নিয়ে যাচ্ছেন, যার গায়ে লেখা ‘সযত্নে সামলান’। অনেকেই মনে করেছে এটি ক্যামেরনের সদ্য বাড়ি বদলের ছবি। কিন্তু না, এটি আসলে ২০০৭ সালে তোলা একটি ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীই মনে করছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগের সময়ই এই ছবিটা তোলা। তাকে প্রশংসায় ভাসিয়ে অনেকে এটি শেয়ারও করছেন। কিন্তু প্রকৃত সত্য হলো, ছবিটি আজ থেকে নয় বছর আগে তোলা।
গতকাল বুধবারই ছিল ক্যামেরনের শেষ কর্মদিবস। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তাকে ছাড়তে হয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনও। আর এখানেই তালগোল পাকিয়ে ফেলেছেন অনেকে।
২০০৭ সালে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, ছবিটি ২০০৭ সালের, সে সময় যুক্তরাজ্যের পার্লামেন্টে ডেভিড ক্যামেরন বিরোধীদলীয় নেতা। লন্ডনের নর্থ কেনসিংটনে বাড়ি বদলের সময় এভাবেই ক্যামেরাবন্দী হয়েছিলেন তিনি। এরও তিন বছর পর, ২০১০ সালে ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
(ঢাকাটাইমস/১৪জুলাই/জেএস)