logo ০৬ জুলাই ২০২৫
দিনে ৭২০ লিটার রক্ত পরিশোধন করে লিভার
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ২৩:০২:৪৭
image




ঢাকা: সৃষ্টির রহস্য উৎঘাটনে নিরলস কাজ করছেন বিজ্ঞানীরা। অনেক কিছুই এখন বিজ্ঞানীদের নাগালের মধ্যে। তবে এখনো অনেক কিছুই রয়েছে যার কাছাকাছি পৌঁছাতেই পরেনি বিজ্ঞানীদের দল।পৃথিবীর অনেক কিছুই রয়েছে, যেগুলি সম্পর্কে ন্যূনতম কোনও ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না। 'ঘর হতে শুধু দুই পা বাড়ালেই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না।



এবার মানব শরীর সম্পর্কে অবাক করা পাঁচটি তথ্য ঢাকাটাইমস পাঠকের জন্য তুলে ধরা হলো-



১) মানুষের দৈহিক ওজনের ১০% ব্যাক্টেরিয়ার অবদান। একটি পূর্ণবয়স্ক মানব শরীরে উপস্থিত মোট ব্যাক্টেরিয়ার ওজন দেহের ওজনের শতকরা দশ ভাগ জুড়ে থাকে।



২) প্রাত্যহিক জীবনে শরীরে কাটা-ছাড়া লেগেই থাকে। জেনে রাখুন, এক বর্গ ইঞ্চি ত্বকে মজুদ থাকে অন্তত ১৩০০ স্নায়ু কোষ।



৩) চুল পড়ার সমস্যায় অনেকেই জেরবার হন। জানেন কি, প্রতিদিন প্রত্যেক মানুষের মাথা থেকে ন্যূনতম ৮০টি চুল খসে পড়ছে? আসলে, অনেক সময় আমাদের অজান্তেই ঝরে পড়ছে মাথার চুল।



৪) লিভারের প্রধান কাজ, রক্ত পরিশোধন করা। প্রতি মুহূর্তে নিরন্তর এই শারীরিক প্রক্রিয়া ঘটে চলেছে। গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মানুষের লিভার গড়ে ৭২০ লিটার রক্ত পরিশোধন করে।



৫) এক ফোঁটা রক্তে কত কোষ থাকে? জানা গিয়েছে, প্রতি ফোঁটা রক্তে রয়েছে ২৫ কোটি কোষ।



(ঢাকাটাইমস/ ১০ জুলাই/ এআর/ ঘ.)