logo ০৭ জুলাই ২০২৫
শরীরের ক্ষতচিহ্ন দূর করতে
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জুলাই, ২০১৬ ১৫:৫০:৩৫
image



ঢাকা: সার্জারি বা আঘাত লাগার ফলে অনেকেরই শরীরে ক্ষতচিহ্ন সৃষ্টি হয়। এর জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যার জন্য পছন্দ অনুযায়ী পোশাক পরতে সঙ্কোচবোধ করেন অনেকেই। ব্রণ বা অন্য কোনো কারণে মুখে ক্ষতচিহ্ন থাকতে পারে কারো কারো| দাগ ঢেকে বাজারে এখন অনেক ধরনের মেকআপ পাওয়া যায়| কিন্তু এতে দাগ পুরোপুরি মুছে যায় না| ফলে ঘাম হলে সহজেই এই মেকআপ উঠে গিয়ে ক্ষতচিহ্ন বেরিয়ে পড়ে| লেজার স্কার রিমুভ্যাল ট্রিটমেন্ট করাতে পারেন| কিন্তু এটা খুবই ব্যয়সাপেক্ষ এবং তাছাড়াও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে| চলুন জেনে নেয়া যাক, ক্ষতচিহ্ন সম্পূর্ণ রূপে মুছে ফেলার একটা ঘরোয়া উপায়| নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে অল্প দিনেই ক্ষতচিহ্ন হালকা হয়ে কিছুদিনের মধ্যে তা সম্পূর্ণ রূপে মিলিয়েও যাবে|






প্যাকটি তৈরি করার জন্য যা যা লাগবে:






চন্দন গুঁড়ো– এক চা চামচ






টি ট্রি অয়েল– দুই চা চামচ






লেবুর রস– দুই চা চামচ






ঘরে তৈরি এই প্যাক নিয়মিত ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই দাগ হালকা হয়ে যাবে| এই প্যাকে উপস্থিত উপাদান দাগের জায়গায় স্বাস্থ্যকর কোষ তৈরি হতে সাহায্য করে| ফলে ক্ষত শুকিয়ে যাবে| এছাড়া লেবুর রস এবং চন্দন প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে|






চন্দন গুঁড়ো‚ টি ট্রি অয়েল এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাকটা বানান| এরপর ক্ষত চিহ্নের ওপর এই মিশ্রণটি লাগিয়ে নিন| ২০ মিনিট পর হাত পানি দিয়ে ভিজিয়ে ম্যাসাজ করুন| এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন|






(ঢাকাটাইমস/০৫জুলাই/এসআই/জেবি)