logo ০৭ জুলাই ২০২৫
বর্ষায় জামা কাপড় শুকানোর টিপস
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জুলাই, ২০১৬ ২০:১২:৩৯
image



বর্ষাকাল এলেই রোদের দেখা মেলা ভার। উপায় না পেয়ে ঘরের ভিতর শুকোতে দেওয়া হয় জামা কাপড়। কাজেই কী ভাবে বর্ষায় সহজে শুকোবেন জামা কাপড় তা জেনে নিন।






- জানলা: যে ঘরে জামা কাপড় শুকোতে দেবেন সেই ঘরের জানলা খোলা রাখুন। যাতে হাওয়া চলাচল করতে পারে।






- নিঙরে নেওয়ার পর শুকোতে দেওয়া আগে জামা-কাপড় খুলে ভাল করে ঝেড়ে নিন। এতে তাড়াতাড়ি শুকোবে।






-নিঙড়ে: জামা কাপড় ওয়াশিং মেশিনেই কাচুন বা হাতে। শুকোতে দেওয়ার আগে ভাল করে নিঙড়ে নিন। মেশিনে না নিঙড়োলে হাতে নিঙড়ে নিন।






- হ্যাঙ্গার: যত পারবেন জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকোতে দিন। এতে দুটো জামার মাঝে জায়গা বাড়বে। হাওয়া চলাচল করতে পারবে।






- যেখানে জামা কাপড় শুকোতে দেবেন সেখানে পেডেস্টাল ফ্যান চালিয়ে রাখুন। এতে হাওয়া লেগে তাড়াতাড়ি শুকোবে।






- যদি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে শুকোতে দেন, তাহলে মাঝে মাঝে উল্টে দিন জামা কাপড়।






- রোদ: যখনই রোদ উঠবে বাইরে মেলে দিন জামা কাপড়। হাওয়া, রোদে শুকোতে দিন।



আবার বৃষ্টি আসছে দেখলেই তুলে এনে ঘরে শুকোতে দিন। বার বার বৃষ্টিতে ভেজা উচিত না।






- সফেনার: জামা কাপড় কাচার সময় ক্লোথ সফেনার ব্যবহার করুন। এতে সোঁদা গন্ধ কেটে গিয়ে মৃদু একটা ফ্রেশ গন্ধ হবে।






- বর্ষা কালে স্যাঁতস্যাতে ভেজা জামা কাপড় পরলে ত্বকেরও ক্ষতি হতে পারে। তাই যদি কোনও জামা কেচে পরতেই হয় তাহলে কাচার অন্তত ৩ দিন পর পরুন।






- ড্রায়ার বা ইস্ত্রি: যদি কোনও জামা পরতেই হয়, কিন্তি দেখেন তা ঠিক মতো শুকোয়নি, তবে ভেজা জামা ইস্ত্রি করে নিন। বা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।






(ঢাকাটাইমস/৫জুলাই/জেডএ)