এবার ইসলামিক ফাউন্ডেশনের তিন খুতবা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৬ ১৬:০৮:৪১

ঢাকা: আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার নামাজে পঠিতব্য খুতবা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এবার তিনটি খুতবা প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে মসজিদে পাঠানো হয়েছে। দেশের সব মসজিদের খতিব ও ইমামদের এই খুতবা অনুকরণ বা অনুসরণ করতে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি খুতবা নির্ধারণ করে দেয়া হয়। এই খুতবা দেশের বেশির ভাগ মসজিদে অনুসরণ করা হলেও সমালোচনা ঝড় উঠে সরকারের বিরুদ্ধে। হেফাজতে ইসলামসহ ধর্মীয় দলগুলো এই খুতবা অনুসরণ না করার আহ্বান জানায়। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত খুতবায় অসংখ্য ভুল রয়েছে বলেও দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলগুলো চিহ্নিত করে প্রতিষ্ঠানটির সমালোচনা করা হয়।
পরে ইসলামিক ফাউন্ডেশন এ ব্যাপারে একটি ব্যাখ্যা দেয়। সেই ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি জানায়, তারা এই খুতবা কারো ওপর চাপিয়ে দেয়নি বা নির্দিষ্ট করে দেয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দিতে এখান থেকে যেন সহযোগিতা নিতে পারে সেজন্য জাতীয় মসজিদের খুতবা মসজিদে মসজিদে সরবরাহ করা হয়।
সম্প্রতি দেশে পরপর দুটি বড়ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটে। ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় এই হামলার ঘটনা পুরো জাতিকে নতুন করে ভাবিয়ে তুলে। অভিজাত পরিবারের উচ্চশিক্ষিত তরুণরা এই হামলার সঙ্গে জড়িত। জঙ্গিবাদকে তারা ‘ইসলামের কাজ’ মনে করে এতে জড়ায়। ইসলাম এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না বলে জানিয়ে দেন দেশের শীর্ষ আলেম-ওলামা। এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দেয়ার আহ্বান জানায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জন্য প্রস্তুতকৃত খুতবা দেশের বেশির ভাগ মসজিদে সরবরাহ করা হয়।
(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)