logo ১৫ মে ২০২৫
বছরজুড়ে অটুট থাকুক রমজানের শিক্ষা
ইসলাম ডেস্ক
০৮ জুলাই, ২০১৬ ১৬:২১:১১
image



ঢাকা: আল্লাহর প্রতিশ্রুত রহমত, মাগফেরাত ও নাজাতের ভাণ্ডার পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে উপনীত আমরা। এই রমজানের মহাপুরস্কার যারা নিশ্চিত করতে পেরেছি তারা নিঃসন্দেহে সফলকাম। হেলায়-খেলায় যারা রমজানের প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি, এটা তাদের দুর্ভাগ্য। তবে তা সংশোধনের সুযোগ একদম হাতছাড়া হয়ে যায়নি। রমজান একটি বিশেষ উপলক্ষ মাত্র। রমজানকে কেন্দ্র করে মহান প্রভু তার অফুরন্ত ভাণ্ডার খুলে দেন বান্দার জন্য। যারা এ সুযোগেও প্রভুর ভাণ্ডার থেকে নিজেদের প্রাপ্তি নিশ্চিত করতে পারেন না, তাদের জন্য রমজান-পরবর্তী জীবনে রমজানের শিক্ষা ধরে রাখাই শেষ অবলম্বন। রমজানপরবর্তী ১১ মাস রমজানের শিক্ষাকে ধরে রাখা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। রমজান প্রশিক্ষণের মাস। মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের সফলতা ও ব্যর্থতা নির্ণীত হয় মূলত প্রশিক্ষণার্থীর পরবর্তী কার্যক্রমের ভিত্তিতে। 



এজন্য রমজানের এক মাসের কার্যক্রম যতটুকু বিবেচ্য, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রমজান-পরবর্তী আচরণ-ব্যবহার। রোজার আত্মিক দিকটি সারা বছরই পালন করতে হয়। সংযম রোজার মাসে যেমন প্রয়োজন, তেমনি অন্য সময়েও। সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যাচার, পরচর্চা, অপবাদ, হিংসা, লালসা ইত্যাদি বর্জন করতে রমজানে যেমন জোর তাগিদ রয়েছে, তেমনি রমজান-পরবর্তী জীবনেও থাকবে। মিতব্যয়িতা ও পরিমাপ-বিধি বজায় রেখে চলার নির্দেশ সারা বছরের জন্য একই। ক্ষুধা, পিপাসা ও জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের যে অভ্যাস মাসব্যাপী কঠিন অনুশীলনের মাধ্যমে গড়ে উঠেছে, রমজানের পরও তার চর্চা থাকা উচিত। রমজানে প্রত্যেকের জীবন রুটিন অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। এই শৃঙ্খলা তার জীবনকে 



সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিশেষভাবে সহায়তা করে থাকে। কেউ যদি চায় রমজানের রুটিন বাস্তবায়ন করে সারা বছর চলবেন, তবে তিনি অবশ্যই এর সুফল পাবেন। রমজান ছিল মুমিনের জন্য আমলের বসন্তকাল। আমলের  এ ধারা সারা বছর ধরে রাখতে পারাটাই রমজানের শিক্ষা। 



রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখাই রমজানের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাস রমজান-পরবর্তী জীবনের প্রতিটি মুহূর্ত প্রাপ্ত দীক্ষা অনুযায়ী চলা কাম্য। এ জন্য রমজানের প্রাপ্তি থেকে যারা বঞ্চিত হয়েছি তাদের জন্য রমজান-পরবর্তী জীবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান বিদায় নিলেও রমজানের শিক্ষা সজীব থাকবে বছরজুড়ে। রমজানের শিক্ষাই হোক মুমিনের সারা বছরের পাথেয়।






(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি)