আগামী মাসে চালু হচ্ছে সীমান্ত ব্যাংক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৬ ০৮:৫৮:১৩

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কল্যাণে আগামী আগস্ট মাস থেকে সীমান্ত ব্যাংকের কার্যক্রম শুরু হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত ব্যাংক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত এই ব্যাংক পাবলিক সেক্টরের জন্য এক নবযাত্রার সূচনা করতে যাচ্ছে, যা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ করবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান জানান, সীমান্ত ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে তার কার্যক্রম চালাবে। সারাদেশের যেখানে বিজিবির নেটওয়ার্ক আছে বিশেষ করে সীমান্ত এলাকার সব মানুষকে ব্যাংকিং সেবা প্রদান করবে।
বিজিবির সদস্যরা এই ব্যাংক থেকে সহজে ব্যাংকিং সেবা পাবেন এবং এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা। ব্যাংকের মুনাফার টাকা থেকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য ও তাদের পরিবারকে দেয়া হবে।
(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)