logo ১০ এপ্রিল ২০২৫
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৬ ১৩:৫৫:১৭
image



ঢাকা: বাংলাদেশ ব্যাংকে মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।






এতে ১২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো হলো- ১০১২, ১০১৫, ১০৫০, ১০৭৯, ১১০২, ১১১০, ১১১৫, ১১৩৩, ১১৩৯, ১১৬২, ১১৬৫ এবং ১২০৪। উত্তীর্ণ প্রার্থিদের ৪ আগস্টের মধ্যে তাদের প্রামাণিক দলিলপত্র পাঠাতে হবে।






দলিলপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা।






বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd থেকে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।






(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)