logo ২২ এপ্রিল ২০২৫
বন্ধ হয়ে গেল গ্র্যাচুইটির অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৬ ১৮:১৯:০০
image



ঢাকা: বন্ধ হয়ে গেল গ্র্যাচুইটির  অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগের সুবিধা।প্রাইভেট ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।এতে বলা হয়েছে, গ্র্যাচুইটি (ফান্ড) তহবিলের অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার  সুযোগ নেই।






দীর্ঘ দিন ধরে এই প্রক্রিয়াটি চালু ছিল।তবে সম্প্রতি এই খাতে বিনিয়োগের পরিমান বৃদ্ধি পাওয়ায় সরকারের ঋণের পাল্লাও ভারী হয়ে আসছিল।এর ফলে বিপাকে পড়ে সরকার।






এর আগে কয়েক দফায় সঞ্চয়পত্রে সুদের হার কমিয়েও বিক্রি কমানো যায়নি। এবার গ্রাচুইটি তহবিলের অর্থ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগে রাশ টানতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।






বাংলাদেশ ব্যাংকের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, “সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭ (সংশোধিত ২০০২)এর বিধি ৫ এর উপবিধি (৫) অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের ‘গ্র্যাচুইটি ফান্ড’ অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ নেই এবং অতীতেও উক্ত ফান্ডের অর্থ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগের সুযোগ ছিল না।






“বর্ণিত বিধিমালা অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্য যে কোনো প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি ফান্ডের অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়/বিনিয়োগ করার কোনো সুযোগ নেই।”






কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, “গ্র্যাচুইটি তহবিলের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ না থাকলেও অনেকেই এই অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনছেন- এমন সুস্পষ্ট অভিযোগ পাওয়ার পরই এ নির্দেশনা জারি করা হয়েছে।”গত ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে সময়ে ৩০ হাজার ৯২ কোটি ৭৭ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এই অংক ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।






(ঢাকাটাইমস/ ২৫ জুলাই /এআর /ঘ.)