logo ০৫ জুলাই ২০২৫
মরা গাছের তাজা ডাল
রিমন রহমান, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৬ ১০:৫২:৪৮
image




রাশশাহী: শুকনো কতগুলো কাঠের কঙ্কাল। লতা নেই, পাতা নেই, ছাল নেই, বাকলও নেই। নেই একটু সবুজ কিংবা এক বিন্দু রসের সম্ভাবনা। তবে এই রকম একটি গাছে তাজা একটি ডাল নিয়ে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।



বিচিত্র ধরনের এই গাছটি রাজশাহীর বাঘা মাজার শরিফের প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। গাছটির বয়স কত হবে তাও কেউ জানেন না।



স্থানীয়দের ধারণা, ৩শ বছরের পুরনো এই গাছ। আশ্চর্য এ আম গাছটি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিনই কৌতূহলী মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ কেউ মনে করছেন, অলৌকিকভাবে বেঁচে আছে গাছটি।



ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রায় ৩০০ বছর আগে হজরত শাহ সুফি আবদুল হামিদ দানিসমন্দ কুতুবুল আফতার (রহ.)-এর মাজার সংলগ্ন সীমানা প্রাচীরের বাইরে এ গাছটি রোপণ করা হয়।



স্থানীয় বয়োজেষ্ঠ্য তসির উদ্দীন জানান, চার-পাঁচ বছর আগে থেকে গাছটির পরিবর্তন শুরু হয়। প্রথমে গাছটির মগডাল মরে যায়। এরপর একে-একে তিন পাশের সব ডাল ও গোড়া শুকিয়ে যায়। কেবল একটি ডাল জীবিত থাকে। ডালটি হজরত আব্দুল হামিদ দানিসমন্দ (রা.)-এর মাজারের উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে।



গাছটির এ দৃশ্য দেখে স্থানীয় লোকজনসহ মাজারে আসা দর্শনার্থীরা মনে করছেন, এটা সম্পূর্ণ অলৌকিক ঘটনা। মাজার কর্তৃপক্ষও তাই মনে করেন। আর এ কারণেই গাছের শুকনো ডালগুলোও কাটা ফেলা হয় না।



(ঢাকাটাইমস/৬ আগস্ট/প্রতিনিধি/এলএ)