logo ০৫ জুলাই ২০২৫
এসিডদগ্ধ তরুণী যখন র‌্যাম্প মডেল
ঢাকাটাইমস ডেস্ক
০৬ আগস্ট, ২০১৬ ১৫:৫৫:৪৭
image



ঢাকা: রেশমা কোরায়েশির বয়স তখন ছিল সবে ১৭। হঠাৎ পাল্টে গেল জীবন। একদিন বাড়ি ফেরার পথে রেশমার বোনের স্বামী আর তার দুই বন্ধু মিলে রাস্তায় ফেলে তার মুখে এসিড ঢেলে দেয়। এসিডে ঝলসানো একটা কদাকার মুখ নিয়ে বাকিটা জীবন্ বাঁচতে হবে- এই চরম সত্য মেনে নেওয়া তখনো সম্ভব হয়ে ওঠেনি, অথচ তত দিনে দিব্যি খালাস পেয়ে গেছে দুষ্কৃতকারীরা।






এত বড় অবিচারের পর অন্য কেউ হলে হয়তো আশা ছেড়ে দিত। কিন্তু রেশমা কোরায়শি সে দলের কেউ নন, সেটা বুঝিয়ে দিয়েছেন ধীরে ধীরে। ভারতের একটা এনজিও ‘মেক লাভ নট স্কার’-এর অন্যতম কর্মী তিনি। আলোড়ন জাগানো এসিড ‘বিক্রি বন্ধ করো’ ক্যাম্পেইনের প্রাণ রেশমা কোরায়শি পুরস্কারও জিতেছেন। এমনকি নারীর সৌন্দর্য নিয়ে একটা ভিডিও ব্লগও আছে রেশমার। আর তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া।



এত কিছুর পরও যে তার আরও কিছু পাওনা ছিল সেটা ভাবতে পারেননি এসিডদগ্ধ রেশমা। নিউ ইয়র্কভিত্তিক ফ্যাশন হাউজ এফটিএল মোডা তাদের আগামী ফ্যাশন শোতে তাদেরই বানানো পোশাক পরে র‌্যাম্প মডেল হিসেবে ফ্যাশনের দুনিয়ায় হাজির করতে চায় রেশমাকে। এফটিএল মোডা এসিড আক্রান্ত নারীদের পাশে দাঁড়াতে নিতে যাচ্ছে এই উদ্যোগ।



তবে এটা ছিল রেশমার জন্য আবেগময় এক ঘটনা। খবরটা কানে আসার পর প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি। এসিড আক্রমণ থেকে কোনো রকমে বেঁচে যাওয়া একটা মাত্র চোখ দিয়ে ঝরঝর করে ঝরতে থাকে আনন্দের কান্না। এসিড দগ্ধদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মহাযুদ্ধে এ যেন রেশমার মতন অসংখ্য মেয়ের জয় হওয়ার ওংকার।






তার মতন আরও যারা এসিডে ঝলসে গিয়ে নিজেদের জীবন থেকে গুটিয়ে নিয়েছেন, তাদের রেশমার শুধু একটা কথাই বলার আছে– ‘সৌন্দর্য চেহারায় কিংবা শরীরে নয়, সৌন্দর্য থাকে মানুষের ভেতরে লড়াই করার শক্তিতে।’






(ঢাকাটাইমস/৬আগস্ট/ডব্লিউবি)