logo ০৫ জুলাই ২০২৫
হরিতকী এক মহৌষধ
এম লুৎফর রহমান, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৬ ০৯:২৮:২৪
image




নরসিংদী: হরিতকী গাছের ফুল দেখতে খুবই সুন্দর, আর ফল এক মহৌষধ। গ্রীষ্ম ও বর্ষার বৃষ্টিভেজা বনে জঙ্গলের গাছে গাছে হরিতকীর ফুল শোভা পায়।



বর্তমান প্রজন্মের অনেকেই এই মহামূল্যবান হরিতকীর ফুল চেনে না। চেনে না হরিতকী, জানে না এর গুণাগুণ। দেশের ঔষধি ফলসমূহের মধ্যে হরিতকী হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারত এর আদি জন্মভূমি।



আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, হরিতকী হচ্ছে সর্বরোগের ওষুধ। সকালে হরিতকী ভেজানো পানি খেলে অনেক রোগ থেকে মানুষ বেঁচে থাকতে পারে। হরিতকী, বহেরা ও আমলকীর একত্র মিশ্রনকে বলা হয় ‘ত্রিফলা’। গ্রামের মানুষ যুগ যুগের পরিচিত এই ত্রিফলার পানি পান করে নিজেদের রোগ-বালাই থেকে মুক্ত রাখতেন।



বাত, কফ, কাশি, বাড়লে হরিতকী গুঁড়ো করে ব্যবহার করলে আরোগ্য পাওয়া যায়। হরিতকী চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তশূল দূর হয়। পাইলস, হাঁপানি, চর্মরোগ, ক্ষতরোগ, ইত্যাদি রোগে হরিতকী ব্যবহার করা হয়।



হরিতকী একটি তেতো গন্ধবিশিষ্ট একটি ওষধি। এতে রয়েছে প্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রকটোজ সার্কমিনিক এসিড, বিটা সাইটোস্টেরল।



২০০১ সালে সরকারি কর্মসূচি অনুযায়ী নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে হরিতকী গাছ রোপন করা হয়। এ গাছগুলো এখন ফল দিতে শুরু করেছে। বর্ষা এলেই গাছগুলোতে ব্যাপক ফুল ধরে, ধরে প্রচুর ফলও। এমনই একটি গাছ হচ্ছে নরসিংদী পাবলিক হেলথ অফিসের ভেতরে।



(ঢাকাটাইমস/৫ আগস্ট/প্রতিনিধি/এলএ)