শিল্পকলায় বাঘযাত্রা
ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৬ ১৮:৩৩:০৬
_122352.jpg)
ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাঘযাত্রা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ইউএসএইডের ওয়াইল্ড টিমের সহায়তায় এই প্রদর্শনীতে শিল্পী টাইগার নাজিরের চিত্রকর্ম উপস্থাপিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বিশেষ অতিথি ছিলেন ইউএসএইডের বেঙ্গল এ্যাক্টিভিটির চিফ অব পার্টি গ্যারি এফ. কলিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং ওয়াইল্ড টিমের সিইও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
প্রদর্শনী সম্পর্কে লিয়াকত আলী লাকি বলেন, ‘ক্রমশ বাঘের সংখ্যা কমার খবর পেয়ে আমি বিচলিত না হয়ে পারিনি। আমরা আজ বাঘ রক্ষায় এগিয়ে না এলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’
শিল্পী টাইগার নাজির বলেন, ‘লক্ষ্য ছিল যে করেই হোক আমি আমার শিল্পকর্মের মাধ্যমে দেশকে তুলে ধরব। আমার ধ্যান-জ্ঞান সবই এখন এই বাঘকে ঘিরে। বাঘ রক্ষা করতে আমার কর্ম অব্যাহত থাকবে।’
আয়োজকরা জানিয়েছেন, টাইগার নাজির এখন পর্যন্ত বাঘ নিয়ে ৩০ হাজারেরও বেশি চিত্রকর্ম করেছেন। তার বিশেষ কিছু কাজ প্রদর্শন করা হচ্ছে এই আয়োজনে। এই প্রদর্শনী শেষ হবে ৫ আগস্ট।
(ঢাকাটাইমস/০২আগস্ট/এজেড/এমএইচ)