logo ০৫ জুলাই ২০২৫
হাসতে ভুলে গেলে ভিডিওটি দেখুন...
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জুলাই, ২০১৬ ২২:৫১:০২
image



ঢাকা: কাজের ব্যস্ততা এবং মানসিক চাপে যারা হাসতে ভুলে গেছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। শিশুদের হাসি আমরা সবাই পছন্দ করি। আর যখন কোনো শিশু খিলখিল শব্দ করে হাসতে থাকে তখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়।






সম্প্রতি সারা সোনফেল্ড মিউজিক্যাল মাইন্ড নামে এক সংগীত শেখার প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছে।






ভিডিওতে দেখা যাচ্ছে, বেশি কিছু ছোট্ট শিশু গানের ক্লাসে ব্যস্ত। গানের শিক্ষিকা ক্লাস নিচ্ছেন। গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন তিনি। একটু পর পর হাততালি দিচ্ছে শিশুরা। তাদের মধ্যে একটি শিশু শুধু হাততালিই দিচ্ছে না। পাশাপাশি হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ছে। তার হাসি যেন থামছেই না। শিশুটির এই অট্টহাসি দেখে অন্যান্য শিশুরাও হাসছে। হাসছেন গানের শিক্ষিকাও।   






চলুন ভিডিওটি দেখা যাক:






(ঢাকাটাইমস/৩০জুলাই/এসআই)