logo ২০ আগস্ট ২০২৫
পোকেমনের প্রভাব শিশুদের নামেও
ঢাকাটাইমস ডেস্ক
২৯ জুলাই, ২০১৬ ১৬:৩৫:১০
image



ঢাকা: ‘পোকেমন গো’ জ্বরে ভাসছে পুরো বিশ্ব। ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লোকেশনভিত্তিক বাস্তবধর্মী এই গেমটি। ফেসবুক ব্যবহারীদের চেয়ে দ্বিগুণসংখ্যক মানুষ এখন এই গেমটি খেলছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন শিশুদের নাম রাখা হচ্ছে ‘পোকেমন গো’ গেমের চরিত্রদের নামানুসারে। নতুন এক জরিপে এই তথ্য দেয়া হয়েছে।  






বেবি সেন্টার, প্রেগন্যান্সি, প্যারেন্টিং ওয়েবসাইটগুলোতে ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করেই পোকেমন গো চরিত্র সংশ্লিষ্ট নামের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।






যুক্তরাষ্ট্রের একটি বেবি সেন্টারের মতে, উল্লেখযোগ্যসংখ্যক শিশুদের নামের প্রথম অংশ রাখা হচ্ছে, রোজেলিয়া, অ্যাশ, ইভি এবং অনিক্সের নামানুসারে। সবগুলোই পোকেমন গো চরিত্রের নাম। 






প্রেগন্যান্সি ও পেরেন্টিং ওয়েবসাইটের তথ্য মতে, এখানকার অর্ধেকের বেশি ব্যবহারী বর্তমানে এই গেমটি নিয়মিত খেলছেন। গত বছর মেয়ে শিশুদের ‘ইভি’ নামটি তেমন জনপ্রিয়তা ছিল না। এ বছর ‘ইভি’ নামটির জনপ্রিয়তার পয়েন্ট ১,৩৪৩। হঠাৎ করেই কন্যা শিশুদের নাম রাখার ক্ষেত্রে ‘অনিক্স’ নামটিও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এই নামটি জনপ্রিয়তার পয়েন্টে রয়েছে ২,১৮৪।   






তাছাড়া, স্টার এবং আইভি নামটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে এখন। সম্ভবত পোকেমন গো চরিত্র স্টারমি এবং আইভিসাউর নামে উৎসাহিত হয়ে এই নামগুলো রাখা হয়েছে।






পোকেমন গো গেমের প্রধান চরিত্র অ্যাশের পয়েন্ট ২৩৯ চলে এসেছে। শিশুদের নাম পোকেমন চরিত্রানুসারে নামানুসারে রাখা হচ্ছে, এই বিষয়টি নিয়ে মোটেও অবাক নন বেবি সেন্টারের প্রধান সম্পাদক লিন্ডা মুরে।   






তিনি বলেন, ‘টেলিভিশন চরিত্র, তারকাদের নাম অনুসারে শিশুদের নাম রাখতে অহরহ দেখি। এমনকি ইনস্টাগ্রাম ফিল্টার অনুযায়ী নাম রাখছেন অনেকে। মানুষ এখন প্রযুক্তি দেখে আকৃষ্ট হয়। যার কারণে গর্ভবতী নারীদের তাদের শিশুদের নামের ক্ষেত্রে পোকেমন গো চরিত্রের নাম রাখার প্রবণতা বাড়ছে।’ সূত্র: এনডিটিভি।






(ঢাকাটাইমস/২৯জুলাই/এসআই/জেবি)