logo ০৫ জুলাই ২০২৫
মহিষের সাক্ষাৎকার নিয়ে আলোচনায় সাংবাদিক (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জুলাই, ২০১৬ ১৭:১২:৪৬
image



ঢাকা: প্রতিবেদন করতে গিয়ে টিভির সাংবাদিকরাতো কত জনেরই সাক্ষাৎকার নেয়, তাই বলে চারপেয়ে মহিষের সাক্ষাৎকার? পাকিস্তানের প্রভাবশালী টেলিভিশন জিও টিভির প্রতিবেদক আমিন হাফিজ লাহোরের মেহমুদ বুটিক এলাকার পদচারী সেতু (ফুটওভার ব্রিজ) নিয়ে এক প্রতিবেদন করতে গিয়ে এ কাণ্ড ঘটান তিনি।






সদ্য সিঁড়ি বেয়ে নেমে আসা দুই মহিষকে প্রশ্ন করেছেন- ‘আপনিতো মাত্র সিঁড়ি বেয়ে নেমে এলেন, এভাবে ওঠা নামা করাটা সহজ নাকি কঠিন?’ তারপর প্রতিবেদক নিজেই জবাব দিলেন- ‘মনে হয় এই মহিষগুলো বলছে, যে কোন প্রাণীর জন্যই এত এত সিঁড়ি ভেঙে ওঠা নামা করাটা কঠিন কাজ।’






সাম্প্রতিক কালে লাহোরের ওই এলাকায় ফুট ওভারব্রিজ করে দেয়ায় স্থানীয় পশু পালকদের জন্য গরু মহিষ নিয়ে মাঠে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। এর সমাধানে তারা চারপেয়ে জন্তুগুলোক ওভারব্রিজের সিঁড়ি দিয়ে ওঠা নামা করানোর অভ্যাস করান তারা। অথচ এলাকার মানুষ তখনো সড়ক বিভাজক টপকে বিপদজনকভাবে রাস্তা পার হচ্ছে। সাংবাদিক আমিন হাফিজ অসচেতন জনতাকে সতর্ক করতেই অবলা জানোয়ারদের এই সচেতনতার কথা তুলে ধরেছেন এ প্রতিবেদনে।






তবে এ প্রতিবেদনে লাহোরের জনতার সচেতনতা কতটা বেড়েছে তা জানা না গেলেও আমিন হাফিজ এর মধ্যেই কুড়িয়ে নিয়েছেন তারকা সাংবাদিকের খ্যাতি। হাসি ঠাট্টায় তার এ প্রতিবেদন এরই মধ্যে ছড়িয়ে গেছে লাখ লাখ লোকের কাছে।






(ঢাকাটাইমস/৩০জুলাই/কেএস)