logo ০৫ জুলাই ২০২৫
জাতীয় জাদুঘরে তিনদিনের পোশাক প্রদর্শনী
প্রদায়ক, ঢাকাটাইমস
০১ আগস্ট, ২০১৬ ১০:২৫:৫৫
image



ঢাকা: রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল রবিবার শুরু হয়েছে তিনদিনের পোশাক প্রদর্শনী। ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আয়োজক এসএমই ফাউন্ডেশন।






প্রদর্শনীতে ৪১ জন ডিজাইনারের কাজ উপস্থাপিত হয়েছে। প্রকৃতির অনুপ্রেরণায় বর্ণিল সব পোশাক হাজির করেছেন তারা। পোশাকে উঠে এসেছে বাংলা নববর্ষ, বসন্ত, ঈদ, শারদীয় ও গায়ে হলুদের মতো উৎসবের আমেজ।






প্রদর্শনী সম্পর্কে শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু বলেন, ‘বিশ্ববাজারে আমাদের পোশাকের চাহিদা আছে। যদি সঠিকভাবে এসব পণ্য উপস্থাপন করা যায়, তবে সবাই লুফে নেবে।’






আয়োজকরা জানিয়েছেন, পোশাক ডিজাইনারদের সঙ্গে দেশের ডিজাইন হাউস ও পোশাক ব্যবসায়ীদের সংযোগ তৈরি করা এ প্রদর্শনীর উদ্দেশ্য।






প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। আগামীকাল প্রদর্শনীর সমাপনী দিন।






(ঢাকাটাইমস/১আগস্ট/এজেড/এমএইচ)