logo ০৫ জুলাই ২০২৫
২৫ হাজার ফুট উপর থেকে জাম্প (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
৩১ জুলাই, ২০১৬ ২২:৪৬:০০
image



ঢাকা: ইতিহাস গড়লেন ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক স্কাইডাইভার। প্রথম বারের মত প্যারাসুট ছাড়া ২৫ হাজার ফুট উপর থেকে জাম্প দিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়ে তোলেন। শনিবার তিনি এই রেকর্ড গড়েন। 






লুইক আইকিন্স নামে ওই দুঃসাহসী স্কাইডাইভারের মুখপাত্র জাস্টিন অ্যাকলিন এক ই-মেইল বার্তায় বলেন, ‘এইকিন্সের এই লাফ তার ২৬ বছরের ক্যারিয়ারের চরম সফলতা। প্যারাসুট বা উইংশুট ছাড়া লাফ দেয়ার ঘটনা এটিই প্রথম।’ 






২৫ হাজার ফুট উপরে ওঠার পর একটি বিমান থেকে জাম্প দেন লুক আইকিন্স। টানা দুই মিনিট আকাশে ভেসে বেড়ান তিনি। ১৫০ মাইল বেগে নিচে নামতে থাকেন লুক। এরপর যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের সিমি ভ্যালিতে আগে থেকে প্রস্তুত একশ ফুট বাই একশ ফুট দৈর্ঘ্যের একটি জালে সফলভাবে অবতরণ করতে সক্ষম হন তিনি।






সিমি ভ্যালিতে এই সময় উপস্থিত ছিলেন প্রচুর দর্শক। তারা তুমুল করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। মাটিতে নেমেই স্ত্রী মনিকা, চার বছর বয়সী সন্তান লোগানকে জড়িয়ে ধরেন লুক।






চরম উৎফুল্ল লুক তখন বলেন, ‘মনে হচ্ছিল ভাসছিলাম। এটি অবিশ্বাস্য অভিজ্ঞতা! এই মাত্র যা ঘটেছে তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না!’






লুক আইকিন্স এই সময় ডজন খানেক ক্রু’দের আন্তরিক ধন্যবাদ জানান। যারা তাকে গত দুই বছর অক্লান্ত পরিশ্রম করে তাকে লাফ দেয়ার জন্য তৈরি করেছেন।






লাফ দেয়ার সময় লুকের সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদের প্রত্যকের সঙ্গে প্যারাসুট এবং ক্যামেরা ছিল।






ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন






(ঢাকাটাইমস/৩১জুলাই/এসআই)