logo ২০ আগস্ট ২০২৫
১২ মিনিটের সেরা ভালোবাসার গল্প (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
৩১ জুলাই, ২০১৬ ১৯:২৪:০৮
image



ঢাকা: ছোট্ট ফুটফুটে একটা মেয়ে। রোজ সে পার্কে খেলতে যায়। কিন্তু তার সঙ্গে কেউ খেলে না। কারণ তার মুখের একদিকে কেমন যেন দাগ। তাই তাকে কেউ খেলতে নেয় না। আপনমনে একা একাই খেলে চলে সে। এরমধ্যেই একদিন একটি ছেলে যেচে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে আলাপ করতে চায়। একটা সফট-টয় উপহারও দিতে চায় সে। কিন্তু ওই যে..... মুখে দাগ বলে নিজেকে গুটিয়ে রাখা।






এরপর থেকেই অন্য মোড় নেয় গল্পটা। বাকি গল্পটা দেখুন ভিডিওতে। মন ভরে উঠবে। মাত্র ১২ মিনিটের পৃথিবীর সেরা ভালোবাসার গল্প। যে ভালোবাসায় লুকিয়ে রয়েছে অপেক্ষা ও যন্ত্রনা। যে ভালোবাসা......কাছে এসেও চিনতে পারে না তাঁর সেই মানুষটিকে।






(ঢাকাটাইমস/৩১জুলাই/এমজেড)