সাভার (ঢাকা): নাইট কুইনের বৈজ্ঞানিক নাম peniocereus greggii। কিছুটা বিরল ক্যাকটাস জাতীয় এ ফুলটির আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে। অনেকটা পদ্ম ফুলের মত দেখতে, রং সাদা। মৃদু একটা সৌরভ আছে। ফুল ফুটে থাকে রাতের শুরু থেকে মধ্য রাত পর্যন্ত। মধ্যরাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে। আর সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। তাই নাইট-কুইনকে বলা হয় রাতের রানী। যে ফুল ফোটার জন্য অপেক্ষা করতে হয় গাছ লাগানের অনেক দিন পর।
প্রচলিত ধারণায় এটাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে প্রায় দূর্লভ ফুল হিসেবে নয়, ফুলের চিরস্নিগ্ধ, শুভ্র-পবিত্র রূপকে সবাই বেশি পছন্দ করে। আর নাইট কুইনের সৌন্দর্যে সবাই এতটায় মুগ্ধ হয় যে, তার সৌন্দর্য নিয়ে কেউ দ্বিমত পোষণ করার করে না।
তবে আমাদের দেশেও এই ফুল এখন অনেকটাই পরিচিত। সোমবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ায় উত্তর বাইপাইল এলাকায় বৃক্ষপ্রেমী সাংবাদিক ওবাদুর রহমান লিটনের বাড়িতে টবে দেখা মেলে দুর্লভ ফুল নাইট কুইনের। প্রায় এক যুগ ধরে অপেক্ষার পর অবশেষে নাইট কুইনের রাজকীয় চেহারা তিনি দেখতে পান বলে জানান।
ওবায়দুর রহমান ঢাকাটাইমসকে বলেন, গাছের প্রতি অসম্ভব ভালোবাসা থেকেই তিনি তার বাড়ির ছাদে দুর্লভ প্রজাতির ফলজ গাছ ও ফুলের চারা টবে রোপন করেছেন। এগুলোর মধ্যে তিনি নাইট কুইনের চারাটি তিনি পরিচিত একজনের নিকট থেকে সংগ্রহ করেন। পরিচর্যা করেন প্রায় এক যুগ। এরপর গতকাল রাতে তিনি প্রথমে ফুলের কলি দেখতে পান। এর ১৫-২০ মিনিট পরেই ফোটে ফুল নাইট কুইন।
নাইট কুইনের বিস্তার বিশ্বজুড়ে। আমাদের দেশেও রয়েছে এর বিস্তার। আমাদের দেশে এ ফুল ফোটে বর্ষাকালে (জুলাই-আগস্ট)। বর্ষার শেষে ও শীতের শেষে এর টবে বা মাটিতে লাগানো থাকলে এর গোড়ায় গোবর সার, টিএসপি, সামান্য ইউরিয়া ও পটাশ বা কম্পোস্ট সার দিতে হবে। তাহলে ফুল আসবে। মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এ গাছে দফায় দফায় ফুল ফোটে যদি সঠিক যতœ করা হয়। আর ঠিকভাবে সার, দানা পানি ও রোদ পেলে প্রতি মাসে কম পক্ষে দুবার ফুল হবে। আপনি চাইলে ইনডোর প্লান্ট হিসেবে ঘরেও রাখতে পারেন নাইট কুইন ফুল গাছকে। যদি ঘরে টিউব লাইট থাকে তাহলে বহু মাস রাখতে পারবেন। তবে ফুল ফুটবে না।
নাইট কুইনের জন্ম বীজ থেকে নয়, পাতা থেকে। নাইট কুইন ফুল গাছের এক টুকরো পাতা ছিঁড়ে মাটিতে ফেলে রাখলে কয়েকদিনের মধ্যে ছেঁড়া পাতার চারদিকে চারা গজিয়ে ওঠে।
নাইট কুইন ফুল নিয়ে পৃথিবীজুড়ে বহু কাহিনী ছড়িয়ে আছে সবচেয়ে বিখ্যাত কাহিনীর অবতারণা ঘটেছিল দুই হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতে। তখন নগরীর প্রত্যেক বাড়িতে নাইট কুইন ফুল গাছ ছিল। এক রাতে ঘটল আশ্চর্যজনক ঘটনা। প্রতিটি বাড়ি নাইটকুইন ফুলে ফুলে ছেয়ে গেল।
এ ঘটনায় কৌতূহলী নগরবাসী এক বাড়ি থেকে আরেক বাড়িতে দৌড়াতে লাগল। তারা কেউই বুঝে উঠতে পারল না প্রকৃতি কেন এক অজানা উৎসবে মেতে উঠেছে। পরে অবশ্য সবাই আসল ঘটনা বুঝতে পেরেছিল। সেই রাতে বেথেলহ্যামের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের, তিনি যিশু খ্রিস্ট। বেথেলহ্যামের সব নাইট কুইন সে রাতে মেতে উঠেছিল যিশু খ্রিস্টের জন্মোৎসবে। এ জন্য আজো অনেকের কাছে এ ফুলটি বেথেলহ্যাম ফ্লাওয়ার নামে পরিচিত।
(ঢাকাটাইমস/৩ আগস্ট/প্রতিনিধি/এলএ)