logo ২০ এপ্রিল ২০২৫
রিজার্ভ চুরি
ফেড, সুইফটের বিরুদ্ধে মামলা করছে না বাংলাদেশ ব্যাংক
ঢাকাটাইমস ডেস্ক
১৭ আগস্ট, ২০১৬ ১১:৫৫:২৬
image




নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড) এবং সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) বিরুদ্ধে মামলার পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বরং ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া আট কোটি ১০ ডলার উদ্ধারে এদের সাহায্য নেয়ার কথা জানিয়েছে।



বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা রয়টার্সকে জানান, ‘এই মুহূর্তে ফেড এবং সুইফটের বিরুদ্ধে আমরা কোন আইনি লড়াইয়ে যাবো না।’ তবে হঠাৎ মত পরিবর্তনের এই কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।



ক্ষতিপূরণ আদায়ের জন্য ফেড ও সুইফটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘনিষ্ঠ এক সূত্র গত মাসে একথা জানিয়েছিল। ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য হ্যাকাররা সুইফটের ভুয়া নির্দেশ ব্যবহার করে সেই অর্থ ফেডের অ্যাকাউন্টে সরিয়ে নেয়।



এমনকি মার্চে অর্থমন্ত্রী নিজেও আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।



গতকাল মঙ্গলবার শুভঙ্কর সাহা বলেন, ‘আইনি ব্যবস্থার পাশাপাশি আমরা অন্যান্য ব্যবস্থাগুলোও খতিয়ে দেখছি। আমরা ফেড এবং সুইফট উভয়রে কাছ থেকে সাহায্য পাবো বলে আশা করছি।’



বাংলাদেশ ব্যাংকের আইনি ব্যবস্থা থেকে সরে আসার সিদ্ধান্তের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।



গতকাল নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংক, ফেড এবং সুইফটের প্রতিনিধিদের এক বৈঠক শেষে সিদ্ধান্তের এই পরিবর্তন আসে বলে জানা গেছে। এদিকে গত সপ্তাহে ফেড অন্যান্য ব্যাংকের সঙ্গে করা তাদের করা চুক্তি প্রকাশ করে। এতে দেখা গেছে, প্রতারণা প্রতিরোধে পদক্ষেপ নেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ওপর বর্তায়, এই দায়িত্ব ফেডের নয়।



শুভঙ্কর দাবি করেন, ‘ওই চুক্তি প্রকাশের সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসার কোন সম্পর্ক নেই। আমরা আসলে সহযোগিতার দিকগুলো দেখছি এবং সহযোগিতার প্রত্যাশা করছি।’



নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ফেডের সঙ্গে করা চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।’ তবে তিনি আইনি ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্তের বিষয়ে কোন মন্তব্য করেননি।



চলতি বছরের ফেব্রুয়ারির শুরুত সাইবার অপরাধীরা যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক হিসাব থেকে চুরি করে মোট আট কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়, যা পরে ফেরত পায় বাংলাদেশ। আর বাকি আট কোটি দশ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি মাকতি সিটি শাখায় প্রবেশ করে। পরে এ অর্থ কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে দেশটির আর্থিক খাত থেকে বেরিয়ে যায়।



 (ঢাকাটাইমস/১৭আগস্ট/জেএস)







রিজার্ভ চুরি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের বৈঠক আজ