বিশ্বখ্যাত স্পোর্টস সামগ্রি প্রস্তুকারক কোম্পানি নাইক তাদের নতুন বিজ্ঞাপনে ৮৬ বছর বয়সী এক নারীকে মডেল হিসেবে ব্যবহার করেছেন। সিস্টার ম্যাডোনা বুডার নামের ওই বৃদ্ধা এই বয়সেও ক্ষিপ্র গতিতে সকালে দৌড়ান, সাঁতার কাটেন, সাইকেল চালান। এমনকী আয়রন ম্যান ট্রায়াথলন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন।
নাইক তাদের ‘আনলিমিটেড’ সিরিজের জন্য ‘লৌহ মঠবাসিনী’-কে নিয়োগ দিয়েছে। সম্প্রতি সিস্টার ম্যাডোনা ৪৫ বছর বা তদোর্ধ্ব বয়সী ব্যক্তিদের সঙ্গে আয়রনম্যান প্রতিযোগিতা অংশ নিয়েছেন। সেখানে তিনি একদিনে ৩ দশমিক ৮৬ কিলোমিটার সাঁতার, ১৮০ দশমিক ২৫ কিলোমিটার সাইকেল প্রতিযোগিতা এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা সম্পন্ন করেন।
বিজ্ঞাপনটির নাম দেয়া হয়েছে ‘আনলিমিটেড ইয়থ’ বা ‘অসীম তারুণ্য।’ আর এই অসীম তারুণ্যের যদি কেউ বাস্তব রুপ দিয়ে থাকেন; তিনি হচ্ছেন সিস্টার ম্যাডোনা বুডার।
ভিডিওটি অনলাইনে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ১৪ আগস্ট ভিডিওটি আপলোড করার পর ১২ লাখের বেশি মানুষ এটি দেখেছে। সূত্র: এনডিটিভি।
চলুন দেরি না করে চিরতরুণ সিস্টার ম্যাডোনার ভিডিওটি দেখা যাক:
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসআই)