logo ০৬ এপ্রিল ২০২৫
অলিম্পিক ফুটবলে জার্মানির মেয়েদের প্রথম স্বর্ণ
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৬ ০৭:৪৯:৫২
image



ঢাকা: অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো জার্মানির মেয়েরা। রিও অলিম্পিকের ফাইনালে শুক্রবার সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে তারা। আর ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে কানাডা।






মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে লড়াইটা বেশ জমজমাট হয়েছে। কিন্তু সুইডেন নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে বিপদ ডেকে আনে। যার ফলে, শিরোপা জিততে আরও মোটেও সমস্যা হয়নি জার্মানিকে।






এদিন ম্যাচের প্রথমার্ধে উভয় দলই ছিলো গোলশূন্য। কিন্তু বিরতি থেকে ফিরে লিড নেয় জার্মানি। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জেনিফার মারোজসান। এই অলিম্পিকে মোরাজসানের এটি প্রথম গোল।






এরপর ৬১ মিনিটে আত্মঘাতী গোল করে সুইডেন। এসময় মোরাজসানের ফ্রি কিকের বলটি গিয়ে সুইডেনের গোল পোস্টে লেগে ফিরে এসে ডিফেন্ডার লিন্ডা সেমব্রান্টের কাছ থেকে গিয়ে সরাসরি আশ্রয় নেয় জালে। এক্ষেত্রে সেমব্রান্টের কিছুই করার ছিলো না।






ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় সুইডেন। গোল করেন স্টিনা ব্লাকস্টেনিয়াস। কিন্তু সুইডেন পরে আর গোল করতে না পারায় ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় জার্মানি।






আর জার্মানি দলের ম্যানেজার সিলভিয়া নেইডের এটি ছিলো শেষ ম্যাচ। আর এই ম্যাচেই তিনিও জার্মানির স্বর্ণ জয়ের সাক্ষী হয়ে থাকলেন। তাকে যথার্থ সম্মানেই বিদায় দিলো জার্মানির মেয়েরা।






আজ রাতে ছেলেদের ফুটবল ইভেন্টের ফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আড়াইটায়।






(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)