রিলেতে স্বর্ণ জিততে পারলেন না থম্পসন
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৬ ০৯:০১:০১
ঢাকা: রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণ জিততে পারলেন না জ্যামাইকান স্প্রিন্টার এলেইন থম্পসন। শনিবার এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছে জ্যামাইকা।
এই ইভেন্টে ৪১.০১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। আর ৪১.৩৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে জ্যামাইকা। ৪১.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে গ্রেট ব্রিটেন।
স্প্রিন্টে ছেলেদের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। তাই থম্পসনের প্রতিও সবার নজর ছিলো তিনি বোল্টের মতো কীর্তি গড়তে পারেন কি না। কিন্তু রিলেতে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)