১৪তম দিন শেষে পদক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৬ ১০:২০:৫৮
রিও অলিম্পিক শেষ হতে আর মাত্র দুইদিন বাকি। শনিবার ১৪তম দিনের খেলা শেষ হয়েছে। পদক জয়ের দিক থেকে এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে রয়েছে যুক্তরাষ্ট্র। ৩৮টি স্বর্ণ সহ ১০৫টি পদক জিতেছে কারা। ১৪তম দিন শেষে এক নজরে পদক তালিকা দেখে নেয়া যাক।
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট তালিকা
যুক্তরাষ্ট্র ৩৮ ৩৫ ৩২ ১০৫
গ্রেট ব্রিটেন ২৪ ২২ ১৪ ৬০
চীন ২২ ১৮ ২৫ ৬৫
জার্মানি ১৪ ৮ ১৩ ৩৫
রাশিয়া ১৩ ১৬ ১৯ ৪৮
জাপান ১২ ৮ ২১ ৪১
ফ্রান্স ৯ ১৪ ১৪ ৩৭
অস্ট্রেলিয়া ৮ ১১ ১০ ২৯
ইতালি ৮ ১১ ৬ ২৫
নেদারল্যান্ডস ৮ ৬ ৪ ১৮
(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)