logo ১৮ এপ্রিল ২০২৫
আরইউজে’র সদস্য ফরম সংগ্রহের সময় বৃদ্ধি
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ২২:৫১:৩৩
image




রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।



বুধবার সন্ধ্যায় আরইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আরইউজের সদস্য হওয়ার আবেদন ফরম উত্তোলন ও দাখিল করতে পারবেন। তবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের কাছ থেকে অথবা ইউনিয়ন কার্যালয় থেকে ১০০ টাকার বিনিময়ে ‘ডি-ফরম’ সংগ্রহ করে আবেদন দাখিল করা যাবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নিয়োগপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।



নিয়োগপত্র ছাড়া কেউ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। বুধবার আরইউজের নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/ইএস)