logo ১১ এপ্রিল ২০২৫
ভারমুক্ত হলেন শামছুন নাহারসহ পাঁচ সচিব
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৮:৫৭
image



ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার ভারমুক্ত হলেন।এছাড়া আরও চার ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার প্রশাসন যন্ত্রের অন্য চার  শীর্ষ কর্মকর্তা হলেন-আবদুল মান্নান (পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য), মো. আবদুল জলিল (ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব), মাহমুদ রেজা খান (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান) এবং আ.ল.ম আবদুর রহমান (লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর)






(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এইচআর/এআর/ঘ.)