logo ১৮ এপ্রিল ২০২৫
‘সাংবাদিকদের প্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে’
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৫:৫৭
image



বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, আগামীতে টেকলোজি, বস্তুনিষ্ঠতাসহ তিনটি বিষয়ের ওপর সাংবাদিকতা টিকে থাকবে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের সাংবাদিকদের টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে।






কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুককে এ সংবর্ধনা দেয়া হয়।






মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালনকালে শুধু রাজধানী ঢাকা নয় মফস্বলের সাংবাদিকদের অধিকার নিয়েও কাজ করবো।’






অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের মজুরি ও চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।’ পেশাগত অধিকার আদায়ে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।






সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান প্রমুখ।






(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/জেবি)