logo ২০ এপ্রিল ২০২৫
গাবতলী গরুর হাটে বাড়তি খাজনা-চাঁদা আদায়ের অভিযোগ
ঢাকাটাইমস ডেস্ক
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২১:৫১
image



রাজধানীর গাবতলী গরুর হাটের ইজারাদারের বিরুদ্ধে মাংস ব্যবসায়ীদের কাছ থে‌কে বাড়তি খাজনা ও চাঁদা আদায়ের অভিযোগ ক‌রে‌ছেন ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী স‌মি‌তি ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি নামের দুটি সংগঠন। সংগঠন দুটি আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।






লিখিত বক্তব্যে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম বলেন, ‘গাবতলী গরুর হাটের ইজারাদার লুৎফর রহমান ইচ্ছেমত মাংস ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করছেন। তিনি ইজারার শর্ত মানেন না, সরকারি আদেশের কোনো তোয়াক্কাও করেন না।’






রবিউল আলম অভিযোগ করেন, ‘মজিবর বাহিনী দিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন ইজারাদার। প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার ও্ স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং ঢাকার দুই মেয়রের কাছে আবেদন করা হয়েছে। হাইকোর্টে একটি রিটও করেছি। মানববন্ধন, মিছিল, সংবাদ সম্মেলন, ধর্মঘট পালন করেছি।’






তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গরুর হাটের খাজনা নির্ধারণ করে দেয়া হলেও তা মানা হচ্ছে না। ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত ইজারাদারকে কোনো নোটিশ দেয়া হয়নি।’






রবিউল ইসলাম বলেন, ‘ইজারার মেয়াদ এক বছর। বিচার চাইতে চাইতেই চার মাস চলে গেলো। বিষয়টি সমাধান করতে আর কয় মাস লাগবে জানি না।’






সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু।






গাবতলী গরুর হাটে বাড়তি খাজনা-চাঁদা আদায়ের অভিযোগ করে চলতি বছরের জুলাই মাসেও সংগঠন দুটি সংবাদ সম্মেলন করেছিল ইজারাদারের বিরুদ্ধে।






(ঢাকাটাইমস/ ৫ সেপ্টম্বর/ জেডএ)