পোশাক কারখানায় সংস্কার তদারকিতে সেল গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৮:০২

তৈরি পোশাক শিল্প কারখানার চলমান সংস্কার কাজ বাস্তবায়ন পরিবীক্ষণ ও তদারকি করতে একটি সেল গঠন করেছে সরকার। সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা থাকবে এই সেলে।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এক সভায় এ সেল গঠনের অনুমোদন দেয়া হয়।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিদ্যুৎ বিভাগের সচিব মো. মনোয়ার ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতার হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহম্মেদ খান সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর সারা দেশে তিন হাজার ৭৮০ টি তৈরি পোশাক কারখানার সংস্কারে চুক্তি হয়েছে। ২০১৮ সালে একর্ড-এলায়েন্স এর কার্যক্রম সমাপ্তির পর ভবন সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, ভবনগুলোর সংস্কারের তদারকির জন্য সেল গঠনের উদ্যোগ নেয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, রাজউক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন করে নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন পরিচালক এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সচিব এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সেফটি) সংস্কার সমন্বয় সেল এর সদস্য থাকবেন।
ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/ডব্লিউবি