logo ১৮ এপ্রিল ২০২৫
তিন সরকারি সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩২:৩৯
image



বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)  এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।






রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি  প্রজ্ঞাপন জারি করেছে।






বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য মোহাম্মদ মাহফুজুল হক। আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুস্তাক হাসান মো. ইফতেখারকে দেয়া হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদকে বিসিএসআইআর-এর চেয়ারম্যান  করা হয়েছে।






আর পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদকে বিসিএসআইআর’র চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একটি প্রজ্ঞাপনে ওএসডি অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ওএসডি অতিরিক্ত সচিব গোপা চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ওএসডি অতিরিক্ত সচিব সীমা সাহাকে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।






(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এইচআর/জেডএ)