প্রাণ গ্রুপে অনভিজ্ঞদের চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৫:০৩

বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পদে ২৫ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি বিডিজবসে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদগুলোতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগামী ৪ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
যোগ্যতা
এমবিএ, এমবিএস, এমকম, এমএসএস বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। শুধু ২৪ থেকে ৩০ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী ও মোটরসাইকেল চালানো জানতে হবে।
কর্মক্ষেত্র ও বেতন
প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতনসহ কমিশন, ল্যাপটপ, মোবাইল, মোটরসাইকেল ও বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/জেবি)