logo ০৪ এপ্রিল ২০২৫
জনবল নিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১০:০১:১৯
image



স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি বিডিজবসের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ট্রেইনি সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ পেতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।






যোগ্যতা






যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় শিক্ষা থেকে পাস এবং বিবিএ ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। পাশাপাশি প্রার্থীদের যোগাযোগ দক্ষতা, ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। ৩১ জুলাই, ২০১৬ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই আবেদন করা যাবে পদটিতে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হতে পারে। তাই এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হবে প্রার্থীদের।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, কভার লেটার ও ছবিসহ আবেদন করতে পারবেন ‘হেড অব এইচআর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং, (তৃতীয় ফ্লোর), ১২২-১২৪ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট-২০১৬।






(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেবি)