logo ০৪ এপ্রিল ২০২৫
শোরুমের এক্সিকিউটিভ পদে জনবল নেবে যমুনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুলাই, ২০১৬ ১০:৫৮:১৪
image



ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ শোরুমের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। পদটিতে ৭৩ জনকে নিয়োগ দেয়া হবে বলে সম্প্রতি এক বিজ্ঞাপনে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৭ আগস্ট পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে।






যোগ্যতা






স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। পাশাপাশি প্রার্থীদের সেলসে এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে। বাংলাদেশের যেকোনো স্থানে নির্বাচিতদের নিয়োগ দেয়া হতে পারে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন [email protected] ই-মেইল  ঠিকানায়। এ ছাড়া ডাকযোগে ‘জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯’ ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠানো যাবে।






(ঢাকাটাইমস/৩০জুলাই/জেবি)