logo ১০ এপ্রিল ২০২৫
গ্রামীণফোনে অনভিজ্ঞদের চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৬ ১৪:৪৬:৪৭
image



ঢাকা: ‘ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম-টেলিসেল’ পদে জনবল নিয়োগ দেবে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  






যোগ্যতা






যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের সেলস, কাস্টমার সার্ভিস এবং টেলিসেলসে অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার, অফিস অ্যাপ্লিকেশন ও আইসিটি সলিউশনে পারদর্শী হতে হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই, ২০১৬।






(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)