৩০ জনকে চাকরি দেবে ওয়ালটন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৬ ১০:১৮:৩৩
ঢাকা: দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনো সার্ভিস) পদে ৩০ জনকে নিয়োগ দেবে। তাদের কর্মক্ষেত্র হবে দেশের বিভিন্ন জেলায়। সম্প্রতি বিডিজবসে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ২০ আগস্ট পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে।
যোগ্যতা
যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম অ্যাপ্লায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফার্মে, অ্যাপ্লিকেশন বা অফিস ম্যানেজমেন্টে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৮ থেকে ৩৫ বছর হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের অফিস অ্যাপ্লিকেশন ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কভার লেটার ও পাসপোর্ট আকৃতির ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন ‘ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট), ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি, খিলগাঁও, চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯’ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে
[email protected] ঠিকানায়।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি)