logo ০৪ এপ্রিল ২০২৫
আকিজ গ্রুপে আকর্ষণীয় চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৬ ২১:১০:৫৩
image



ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড কিছু পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী পদগুলোতে চাকরির বেতন হবে ২০ থেকে ৪০ হাজার টাকা। তিনটি পদে আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।






নির্মাণ সুপারভাইজার






উচ্চ মাধ্যমিক পাস এবং পাঁচ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ২০ থেকে ২৫ হাজার টাকা।






সাইট ইঞ্জিনিয়ার






সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেয়া হবে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।






সহকারী ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)






মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু ৩২ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা নিজ হাতে লেখা আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের এবং দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘সহকারী ব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ গ্রুপ, আকিজ চেম্বার (ষষ্ঠতলা), ৭৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’ ঠিকানায়।






(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেবি)