logo ০৪ এপ্রিল ২০২৫
রেনাটায় অনভিজ্ঞদের চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৬ ১৮:১৭:৫৯
image



ঢাকা: দেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনাটা লিমিটেডে জনবল নিয়োগ করা হবে। ‘প্রফেশনাল সার্ভিস অফিসার’ পদে নিয়োগের জন্য একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদটিতে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে না।






যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। বিজ্ঞাপনে প্রার্থীদের অভিজ্ঞতা চাওয়া না হলেও আগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।






আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাসনদের মূলকপি, ফটোকপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য বিজ্ঞাপনে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।






(ঢাকাটাইমস/০৫আগস্ট/জেবি)