ঢাকা দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪১:৪১
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউন্সিলরকে বরখাস্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে- গত ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করেন কাউন্সিলর হাবু।
মেয়র সাঈদ খোকন চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/এইচআর/এআর/ঘ.)