logo ২০ এপ্রিল ২০২৫
আরিফুল হকের মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮:১৮
image



সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে এই মামলা থেকে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না।






গত মঙ্গলবার এক রুলের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ আরিফুল হকের জামিন মঞ্জুর করেন। বুধবার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।






মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সিলেটে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়। এ মামলায় প্রথমে আরিফুল হকের নাম না থাকলেও পরে অভিযোগপত্রে তার নাম যোগ করা হয়। ২০১৪ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ওই বছরই আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।






এরপর গত ২২ মার্চ আরিফুলের মা অসুস্থ থাকার জন্য তার ১৫ দিনের জন্য জামিন দিয়েছিলেন আদালত। ১৫ দিন শেষে তিনি আত্মসমর্পণ করলে ১০ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।






২০০৫ সালে জানুয়ারি মাসে সিলেটের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন।






(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এমআর)