logo ০৪ এপ্রিল ২০২৫
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে আব্দুল হাই
নিজস্ব প্রতিদবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৯:৩১
image



ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে মো. আব্দুল হাইকে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারি একান্ত সচিব পদে মো. আব্দুল হাইকে নিয়োগ দেয়া হলো।






এতে বলা হয়েছে, আব্দুল হামিদ যতদিন রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করবেন যতদিন এ পদে বহাল থাকবেন মো, আব্দুল হাই।






(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এইচআর/এআর/ঘ.)