ভারতীয় পেঁয়াজে পাবনায় বাজারে ধস
খাইরুল ইসলাম বাসিদ, ঢাকাটাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪০:৪৩

ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় পাবনায় বাজারে ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের চেয়ে ভারতীয়টার দাম কম হওয়া ও আমদানি বেড়ে যাওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। আর দাম না পাওয়ায় হতাশ পাবনার পেঁয়াজ চাষিরা।
দেশের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই পেঁয়াজ।
সুজানগরের পেঁয়াজ চাষি আকবর আলী বলেন, প্রতিবছর মার্চ-এপিল মাসে পেঁয়াজের ভরা মৌসুমে দাম কিছুটা কম থাকলেও আগস্ট-সেপ্টেম্বরের দিকে দাম বেড়ে যায় কয়েকগুণ। সে কারণে অধিকাংশ কৃষক ও ব্যবসায়ীরা বেশি দামের আশায় মজুদ করে এই পেঁয়াজ।
পাবনার হাজির হাটের পেঁয়াজ ব্যবসায়ী হোসেন আলী বলেন, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় দেশি পেঁয়াজ ৭শ থেকে ৯শ টাকা মণ দরে বিক্রি হওয়ায় চরম লোকসানে পড়েছেন তারা।
চাষিরা বলছেন, এক মণ পেঁয়াজে উৎপাদন খরচ ১২শ টাকা, অথচ বর্তমান বাজার মূল্য কমে যাওয়ায় তাদের উৎপাদন খরচই উঠছে না। এই অবস্থা চলছে থাকলে চাষিরা পেঁয়াজ চাষে উৎসাহ হারিয়ে ফেলবে বলে জানান তারা।
চাষি ইয়াছিন আলী বলেন, ভরা মৌসুমে এক মণ পেঁয়াজ ১৫শ থেকে ১৬শ টাকা মণ দরে বিক্রি হলেও বর্তমানে ৭শ থেকে ৮শ টাকা দরে বিক্রি হচ্ছে- এতে তারা ব্যাপক লোকসানে পড়েছেন।
তবে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন বিভূতী ভূষণ সরকার বলেন, পেঁয়াজের মৌসুমে চাষিরা ভালো দাম পেলেও, বেশি দামের আশায় মজুদদাররা পেঁয়াজ মজুদ করায় বর্তমানে সরবরাহ বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)