logo ১৯ এপ্রিল ২০২৫
চামড়া কিনতে ৬১০ কোটি টাকা ঋণ দেবে চার ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৭:২১
image



আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক ৬১০ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধরাণ করেছে।






ইতোমধ্যে এ খাতে ৩৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণের বাকি অর্থ ঈদের পর বিতরণ করা হবে।






দেশে চামড়ার বড় সরবরাহ আসে কোরবানির ঈদে। এ ঈদেই বেশি চামড়া সংগ্রহ করে থাকেন ব্যবসায়ীরা। এ কারণে প্রতিবছর এ খাতে ব্যবসায়ীদের বিশেষ ঋণ দেয়ার উদ্যোগও থাকে ব্যাংকগুলোর। যেসব ব্যবসায়ী গত কোরবানিতে নেয়া ঋণ পরিশোধ করেছে, সেসব গ্রাহক এবার অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাচ্ছেন।






বরাবরের মত এবারও চামড়া কেনায় সবচেয়ে বেশি ঋণ দেবে জনতা ব্যাংক। ব্যাংকটি চামড়া কিনতে ২০ ব্যবসায়ীকে ২৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে। এ খাতে রাষ্ট্রীয় মালিকানাধীন রুপালী ব্যাংক ১৬০,  অগ্রণী ১৩০ এবং সোনালী ব্যাংক ৭০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।






এ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বাসসকে জানান, এবার আমরা নিয়মিত গ্রাহকদের ১৬০ কোটি টাকা ঋণ দিচ্ছি। তবে আগে নেওয়া ঋণ যারা পরিশোধ করেছেন, তারাই এবার ঋণ পাচ্ছেন।






তিনি জানান,  ইতোমধ্যে ঋণের বড় একটি অংশ বিতরণ করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর বিতরণ করা হবে।






সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন,  ‘নিয়মিত ঋণ পরিশোধ করেছে কেবলমাত্র এমন গ্রাহককে এবার ৭০ কোটি টাকার ঋণ দিচ্ছি।’






বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ বাসসকে বলেন, প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে চামড়া খাতে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ঋণ হিসেবে দেয়া হয়। এবারও ৬০০ কোটি টাকার ওপরে ঋণ পাচ্ছেন ব্যবসায়ীরা। তিনি বলেন, ব্যবসায়ীরা নিয়মিত ঋণ পরিশোধ করলে ব্যাংকগুলো এ খাতে আরো বেশি ঋণ প্রদানে আগ্রহী হতো। এ খাতে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি খাতের ব্যাংকগুলোকেও ঋণ প্রদানে এগিয়ে আসার আহবান জানান তিনি।






বাংলাদেশ ট্যানারী এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো গত তিনদিনে চামড়া খাতে ৩৬০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ঈদের পর ঋণের বাকী অর্থ ব্যবসায়ীরা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।






তিনি বলেন, চামড়া খাতে দেয়া এবারের ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ থেকে ১২ শতাংশ। এটি একটি রফতাতিমুখী শিল্প, সেই হিসেবে এর সুদহার আরো কমানোর প্রয়োজন।






কোরবানীর পশুর চামড়া কেনার জন্য বিশেষ এই ঋণ গত মঙ্গলবার থেকে বিতরণ শুরু হয়। আজ বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ ব্যাংকিং কর্মদিবস।






(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এআর )