logo ১০ মে ২০২৫
১০ বছরে সর্বনিম্ন মূল্যস্ফীতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৬:০৬
image



আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। গত ১০ বছরের মধ্যে এটি সর্বনিম্ন মূল্যস্ফীতি।






মঙ্গলবার একনেক বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।






মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ক্রমাগতভাবে কমছে। সেই ধারাবাহিকতায় আগস্টেও মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে এবং মূল্যস্ফীতি আমাদের প্রাক্কলিত সীমার মধ্যে রয়েছে।






বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) হিসাব অনুযায়ী, আগস্ট মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।






গ্রাম এলাকায় সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্যপণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।






তবে শহরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ।






(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি)