ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ পরলোকে
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩০:৩০
ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল পেরেজের। মাঝে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার থেকে আবার অবস্থার অবনতি হয়।চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার পেরেজের মৃত্যু হয়। খবর বিবিসির।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর পুরোনো প্রজন্মের কয়েকজন রাজনীতিকের একজন ছিলেন পেরেজ। তিনি দুই বার ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একবার তিনি দেশটির প্রেসিডেন্টও ছিলেন।
১৯৯৩ সালে ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে মধ্যস্থতার জন্য পরের বছর ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন পেরেজ। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান ইসরাইলের আরেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেবি)